নাওডাঙ্গা ইউনিয়নে মোট ২টি এতিম খানা রয়েছে।
১। পূর্ব ফুলমতি বালারহাট বাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এতিম খানা। এখানে এতিম বা গরীব ছাত্রদের কোরান শিক্ষা দেওয়া হয়। এতিম খানায় মোট ছাত্রের সংখ্যা ৩৫জন। এতিমদের জন্য লিল্লাহ বোডিং এর ব্যবস্থা আছে। এতিমি খানাটি বালারহাট বাজার সংলগ্ন হওয়ায় অত্র এলাকাবাসী এবং বাজারের ব্যবসায়ীরা সাহায্য সহযোগীতা দিয়ে থাকে। তাদের সাহায্য আর সহযোগীতায় এতিম খানাটি পরিচালিত হচ্ছে।
২। গোরক মন্ডল বাজার সংলগ্ন এতিম খানা। এখানে এতিম বা গরীব ছাত্রদের কোরান শিক্ষা দেওয়া হয়। এতিম খানায় মোট ছাত্রের সংখ্যা ৪০জন। এতিমদের জন্য লিল্লাহ বোডিং এর ব্যবস্থা আছে। এই এতিম খানাটি অত্র এলাকার জনসাধারনের সাহায্য সহযোগীতায় পরিচালিত হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস