নদীঃ ২টি।
১। ধরলা: নাওডাঙ্গা ইউনিয়নের উপর দিয়ে দুইটি বড় নদী প্রবাহিত। তার মধ্যে ধরলা বড় নদী। ধরলা নদী ভারতের গিদালদাহ হয়ে বাংলাদেশের নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরক মন্ডল এবং কিশামত শিমুলবাড়ী মৌজার উপর দিয়ে পার্শ্ববর্তী ইউনিয়ন শিমুলবড়ীর উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
২। বারমাসিয়া: বারমাসিয়া নদীটি ভারতের করলা দিয়ে বাংলাদেশের বালাতারী, পশ্চিম ফুলমতি ও কিশামত শিমুলবাড়ীর উপর দিয়ে প্রবাহিত হয়ে ধরলায় যুক্ত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস